আন্তর্জাতিক ডেস্ক : দ্য স্কাই নিউজ এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ জুলাই) ভোটগ্রহণ শেষ হওয়ার পর চলছে ভোট গণনা। এখন পর্যন্ত প্রাপ্ত ফলে লেবার পার্টির নিরঙ্কুশ জয় নিশ্চিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, লেবার পার্টির প্রধান কেইর স্টারমার গত মাসে শ্রমের ইশতেহারের উপর ভিত্তি করে জনগনকে বেশ কয়েকটি প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানান, তারা ক্ষমতায় এলে তাদের নীতি হবে ‘ব্যবসায়ীপন্থি এবং কর্মীবান্ধব’। সর্বপ্রথম দেশে অর্থনৈতিক ভারসাম্য ফিরিয়ে আনা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে দলটি।
এজন্য কঠোর আর্থিক কাঠামো অনুসরণ করা হবে এবং ব্যয়ের পরিবর্তে বিনিয়োগ নির্ভর অর্থনীতি হবে। বেসরকারি স্কুলসহ অন্যান্য করহীন খাতকে করের আওতায় আনা হবে। এছাড়াও ১৫ লাখ নতুন আবাসন নির্মাণ এবং দেশের স্বাস্থ্য পরিষেবাকে শক্তিশালী করা হবে। আর বিনা দোষে উচ্ছেদ নীতির সমাপ্তি ঘটবে। এছাড়াও আরও প্রতিশ্রুতি দিয়েছে লেবার পার্টি।
কনজারভেটিভ সরকারের পতনের মধ্য দিয়ে দেশটি আরও শৃঙ্খল এবং কেন্দ্রবাদী লেবার পার্টি প্রতিষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। লেবার পার্টির দলীয় নেতারা নিজেদেরকে সমাজতান্ত্রিক ফায়ারব্র্যান্ড হিসেবে নয় বরং বিচক্ষণ ব্যবস্থাপক হিসেবে প্রচার করে থাকেন।
যুক্তরাজ্যে টানা ১৪ বছর ধরে ক্ষমতায় ছিল কনজারভেটিভ পার্টি। ভোটাররা এবারের নির্বাচনের আগে থেকেই ক্ষমতাসীনদের প্রতি হতাশা প্রকাশ করেছিল। আবার অন্যদিকে লেবার পার্টিকে ভোট দেয়ার ব্যাপারে আগ্রহী ছিলেন তারা।
কিউএনবি/আয়শা/০৫ জুলাই ২০২৪,/সকাল ১১:২৫