শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : হলি আর্ট যুব সংস্থার উদ্যোগে কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্সের ১৯তম ব্যাচের প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান গত ৩০ জুন রবিবার দুপুরে গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের পাঁচমাইলস্থ বরায়া উত্তরভাগে (সিরাজ উদ্দিন আহমদ একাডেমীর পাশে) পিয়ারা শপিং সেন্টারের ২য় তলায় সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
হলি আর্ট যুব সংস্থার প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা ও যুব সংগঠক বিভাগীয় পদকপ্রাপ্ত আশফাক উদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ৪০, ৪১ ও ৪২নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর বাবলী আক্তার। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন হলি আর্ট যুব সংস্থার এ্যাম্বেসেডর মোঃ মাহবুল আলম।
সংস্থার সহ সভাপতি, নারী উদ্যোক্তা-আত্মকর্মী ছালেহা বেগম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হলি আর্র্ট এর সহকারী পরিচালক ও প্রশিক্ষক ছাদিক আহমদ, ৩নং ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলা উদ্দিন। বক্তব্য রাখেন মিডিয়া ব্যক্তিত্ব ও ব্যবসায়ী মারুফ আহমদ, হলি আর্ট সংস্থার সদস্য সামাদ আহমদ, ব্যবসায়ী জাবের আহমদ, কম্পিউটারের ১৯তম ব্যাচের প্রশিক্ষণার্থী নিলা মীত্র, সালমা বেগম, হানিফা আব্বাস, রিশাদ আহমদ, রুবাইয়া আমীন ইভা, মাহিয়া জান্নাত মীম, সাইফ হাসান, সাইফুল্লাহ ইসলাম, সাহিদুল ইসলাম আপন প্রমুখ।
উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্য গমণ উপলক্ষে সংস্থার পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হলি আর্ট যুব সংস্থার এ্যাম্বেসেডর মোঃ মাহবুল আলমকে সম্মানা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি মহিলা কাউন্সিলর বাবলী আক্তার। প্রধান অতিথির বক্তব্যে মহিলা কাউন্সিলর বাবলী আক্তার বলেন, বেকারত্ব দূর ও নিজেকে স্বাবলম্বী করতে প্রশিক্ষণের বিকল্প নেই।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশ গড়ার প্রথম হাতিয়ার হচ্ছে কম্পিউটার। তাই দেশের নতুন প্রজন্মকে কম্পিউটার বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। ফলে দেশের বেকারত্ব দূর হওয়ার পাশাপাশি আর্থনীতির ভিত্তি শক্তিশালী হবে। তিনি বেকারত্ব দূর করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যুব সমাজকে প্রশিক্ষণ গ্রহণের আহবান জানান।
কিউএনবি/আয়শা/৩০ জুন ২০২৪,/রাত ১১:১৮