আশিকুল ইসলাম ,বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : কনকনে শীত, ঘন কুয়াশা আর শরীর হিম করা ঠান্ডা বাতাশেও ঘড়বন্ধি করে রাখতে পারেনি দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মানবিক নিবার্হী অফিসার মো. মারুফ হাসান কে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম কে সাথে নিয়ে তিনি উপজেলার প্রতিটি ইউনিয়ন ও সেতাবগঞ্জ পৌরশহরের অলি গলিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা গরিব অসহায় ও ছিন্নমুল মানুষের দাড়েদাড়ে গিয়ে বিতরণ করছেন একটুকরো উষ্ণতা(কম্বল)।
রাতের আধারে রেল ষ্টেশন, নিরাপত্তা প্রহরী, রাস্তার পার্শে শুয়ে থাকা পাগল কিংবা ছিন্নমুল মানুষ পাশে ও এতিমখানার দরজার সামনে ইউএনও মারুফ। ঈগলের চোখের মতই চোখ দিয়ে দেখা মাত্র ঐসব মানুষদের হাতে তুলে দিলেন এবং শরীরে জড়িয়ে দিলেন বিশ্বাস আর ভালোবাসার হাত। যে হাতে রয়েছে শীত নীবারনের উষ্ণ কম্বল। প্রতিবছরের চেয়ে এবছর উত্তরাঞ্চলের দিনাজপুরে শীতের প্রভাব বেশী তেমনি জাতীয় নির্বাচনের আচরণ বিধি মানতে গিয়ে প্রায় সব গুলো রাাজনৈতিক দলই এই প্রখর শীতে গরিব অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে কম্বল বিতরণ করতে পারছেন না।
এসব কথা চিন্তা করেই বোচাগঞ্জ উপজেলার ইউএনও এবং পিআইও কর্মকর্তার এই ছুটে চলা। ভালো কাজে সবার আগে এই সত্যকে প্রতিষ্ঠানিক রুপ দিয়ে অসহায়দের দাড়ে দাড়ে ছুটছেন নির্বাহী অফিসার মারুফ হাসান। ১২ জানুয়ারী সোমবার মধ্যরাতে সেতাবগঞ্জ পৌরশহরের বিভিন্ন এতিম খানা, রেলষ্টেশন,ভবঘুড়ে ও ছিন্নমুল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান। এসময় তার সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম। তাদের এই মানব সেবায় এগিয়ে যাবে দেশ ও মানবতা। দু হাত তুলে সৃষ্টিকর্তার কাছে এই প্রর্থানা করছে গরিব অসহায়, ছিন্নমুল মানুষ ও এতিম শিশুরা।
কিউএনবি/আয়শা/১৩ জানুয়ারী ২০২৬,/রাত ৮:৫৪