বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : নিজ সংসদীয় এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ এর কসবা ও আখাউড়া উপজেলার দুই থানার পুলিশকে কোরবানীর পশুর ব্যবস্থা করে দিয়েছেন আইন, বিচার ও সংসদীয় মন্ত্রী আনিসুল হক এম.পি। রবিবার সকালে পশু কেনার জন্য পুলিশকে নগদ টাকা বুঝিয়ে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল জানান, ছুটি পায় না বলে অনেক পুলিশ সদস্যকে কর্তব্যস্থলে থাকতে হয়। সেই চিন্তা করে আইনমন্ত্রী কসবা থানা পুলিশের জন্য এক লাখ ও আখাউড়া থানা পুলিশের জন্য ৭০ হাজার টাকা পাঠিয়েছেন। রবিবার দুই থানা পুলিশের হাতে এ টাকা তুলে দেওয়া হয়।
কিউএনবি/অনিমা/১৬ জুন ২০২৪,/দুপুর ১২:২৪