আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার (১১ জুন) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, তীব্র তাপপ্রবাহে পুড়ছে ভারত। গত তিনদিনে তীব্র তাপপ্রবাহে দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশায় ৮ জন মারা গেছেন। গত মে মাসে দেশটির সরকারি পরিসংখ্যান অনুসারে, প্রচণ্ড গরমে দেশটিতে মার্চ থেকে মে মাস পর্যন্ত ৬০ জন মারা গেছেন।
ভারতীয় আবহাওয়া অধিদফতরের মুখপাত্র মৃত্যুঞ্জয় মহাপাত্র এক সাক্ষাৎকারে বলেন, ভারতের বিভিন্ন রাজ্যে গত ২৪ দিন ধরে তাপমাত্রা টানা ৫০ ডিগ্রির বেশি সেলসিয়াস বিরাজ করছে।তীব্র তাপপ্রবাহে দেশটিতে ভয়াবহ পানি সংকট দেখা দিয়েছে। এছাড়াও বেড়েছে বিদ্যুতের চাহিদা। এ তীব্র তাপপ্রবাহের মধ্যেই দেশটিতে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ সময় উত্তর প্রদেশে ৩৩ জনের মৃত্যু এবং ওড়িশা রাজ্যে আরও ২০ জনের হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসির এক প্রতিবেদন।
ভারতের ফেডারেল স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ১ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত অন্তত ৫৬ জনের হিটস্ট্রোকে মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আর এ সময়ে প্রায় ২৪ হাজার ৮৪৯টি হিটস্ট্রোকের ঘটনা ঘটেছে। যদিও রাজ্যভিত্তিক পরিসংখ্যান বলছে, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। দেশটির আবহাওয়া অধিদফতর থেকে জানানো হয়েছে, মানুষের পরিবেশ সম্পর্কে অসচেতনতার কারণেই বিশ্বে তাপপ্রবাহ দিন দিন বাড়ছে। এখনই এর প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া না হলে এটি আরও দীর্ঘস্থায়ী হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
কিউএনবি/আয়শা/১১ জুন ২০২৪,/রাত ৮:১৫