আন্তর্জাতিক ডেস্ক : রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপেএ নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেছিল ভারত ও পাকিস্তান। এ দুই চিরপ্রতিদ্বন্দ্বীর খেলা দেখার অপেক্ষায় প্রহর গুনছিল ক্রিকেট বিশ্ব। সেই ম্যাচ দেখতে মাঠে হাজির হয়েছিলেন পাকিস্তানের নোবেল জয়ী অধিকার কর্মী মালালা ইউসুফজাই। ম্যাচে তিনি একা ছিলেন না।
একজন লেখেন, ‘মালালা ইউসুফজাই তাঁর স্বামীর সঙ্গে পাকিস্তানকে সমর্থন করতে এসেছেন, দেখেও ভালো লাগল।’ অন্য আরেকজন লেখেন, ‘পাকিস্তানের সাংবাদিক ফরিদ খান মালালা ইউসুফজাই ও স্বামী আসের মালিকের ছবিটি শেয়ার করে নিয়েছেন।’প্রসঙ্গত, ২৬ বছর বয়সি আসের মালিকের সঙ্গে ২০২১ সালের নভেম্বর মাসে মালালা ইউসুফজাই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
তবে নোবেলজয়ী মালালাকে এদিন হতাশ করেছেন বাবর আজম-শাহিন আফ্রিদিরা। তাদের বাজে পারফরমেন্সে ভারতের বিপক্ষে সহজ ম্যাচ হেরে গেছে পাকিস্তান।
কিউএনবি/আয়শা/১১ জুন ২০২৪,/বিকাল ৪:৩৩