আন্তর্জাতিক ডেস্ক : রোববার (৯ জুন) জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলায় এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভি’র। প্রতিবেদনে বলা হয়েছে, বাসটির যাত্রীরা শিবখোদির গুহা মন্দিরে যাচ্ছিলেন। পথিমধ্যে বাসটি খাদে পড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন নিহত হন। ঘটনাস্থলে বেশ কিছু খালি বুলেটের খোসাও পাওয়া গেছে বলে জানা যায়।
ঘটনাস্থলের কয়েকটি ছবিতে দেখা যায়, স্থানীয়রা উদ্ধার অভিযানে সাহায্য করছেন। আর রাস্তার পাশেই অ্যাম্বুলেন্সগুলো তাৎক্ষণিক সহায়তার জন্য দাঁড়িয়ে আছে। রিয়াসির জেলা ম্যাজিস্ট্রেট বিশেস মহাজন এনডিটিভিকে জানান, গোলাগুলিতে কতজন আহত হয়েছেন তা এখনো জানা যায়নি। পুলিশ, সেনাবাহিনী এবং আধা-সামরিক বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন বরে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
কিউএনবি/আয়শা/০৯ জুন ২০২৪,/রাত ৯:৫০