স্পোর্টস ডেস্ক : ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচটার কথা মনে আছে? বিশ্বকাপে ভারতের কাছে বরাবরই অসহায় আত্মসমর্পণ করা পাকিস্তান সেবার পাশার দান উল্টে দিয়েছিল। ভারতের দেওয়া ১৫২ রানের লক্ষ্য পেরিয়ে গিয়েছিল ১০ উইকেট হাতে রেখে।
ভারত-পাকিস্তান মহারণে তুরুপের তাস হতে পারেন যে ৬ ক্রিকেটার সাম্প্রতিক সময়ে স্ট্রাইক রেটের কারণে প্রায়ই সমালোচনার মুখে পড়তে হয় বাবরকে। সবশেষ যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে দলীয় সর্বোচ্চ ৪৪ রান করেও সমালোচনার শিকার হতে হয়েছে তাকে। কারণ ৪৩ বলে অনেকটা টেস্ট মেজাজে সে ইনিংসটি সাজিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক।
তবু যদি দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারতেন, তাহলে হয়ত সমালোচনা কিছুটা কম হতো। কিন্তু সুপার ওভারে যুক্তরাষ্ট্রের বিপক্ষে অঘটনের শিকার হয়েছে পাকিস্তান। নিন্দুকদের অনেকেই পাকিস্তানের হারের জন্য বাবরকে দায়ী করেছিলেন।
আজ ভারতের বিপক্ষে ব্যাটে সে সমালোচনার জবাব দেওয়ার মোক্ষম সুযোগ বাবরের সামনে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া পাকিস্তানকে ব্যাট হাতে ভালো শুরু এনে দেওয়ার গুরুদায়িত্ব আজ তার কাঁধে। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলা ৬৮ রানের ‘সেই’ অমূল্য ইনিংসের স্মৃতি আজ ফেরাতে পারবেন বাবর?
কিউএনবি/আয়শা/০৯ জুন ২০২৪,/রাত ৮:০০