আন্তর্জাতিক ডেস্ক : ভারতের লোকসভা নির্বাচনে এবার চমক দেখা যাচ্ছে। এই চমক থেকে বাদ যায়নি ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরও। জম্মু-কাশ্মীরভিত্তিক ন্যাশনাল কনফারেন্সের (এনসি) ভাইস-প্রেসিডেন্ট ওমর আব্দুল্লাহ লোকসভা নির্বাচনে নিজের আসনে পরাজয় মেনে নিয়েছেন। মঙ্গলবার ভোট গণনা অব্যাহত থাকলেও তিনি এই ঘোষণা দিয়েছেন। এছাড়া কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও এবারের নির্বাচনে হেরে গেছেন।
বারামুল্লা লোকসভা আসনে ওমর আব্দুল্লাহ প্রার্থী হয়েছিলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট গণনায় তিনি ১ লাখ ২৫ হাজার ভোটে পিছিয়ে ছিলেন। এই আসনে এগিয়ে রয়েছেন কারাবন্দি এমএলএ শেখ আব্দুল রশিদ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ওমর আব্দুল্লাহ লিখেছেন, আমি মনে করি এখন অনিবার্যতা মেনে নেওয়ার সময় হয়েছে। উত্তর কাশ্মিরে জয়ের জন্য প্রকৌশলী রশিদকে অভিনন্দন।
অপরদিকে সাবেক মুখ্যমন্ত্রী ও পিপলস ড্যামোক্র্যাটিক পার্টির মেহবুবা মুফতিও অনন্তনাগ-রাজৌরি আসনে মিয়া আলতাফের কাছে পরাজয় মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মেহবুবা মুফতি লিখেছেন,‘জনগণের রায়কে সম্মান জানিয়ে আমি আমার পিডিপি কর্মী ও নেতাদের প্রতিকূলতা সত্ত্বেও কঠোর পরিশ্রম এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। যারা আমাকে ভোট দিয়েছেন তাদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা। জয়-পরাজয় খেলারই অংশ এবং তা আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবে না। জয়ের জন্য মিয়া সাহেবকে অভিনন্দন।
কিউএনবি/আয়শা/০৪ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:০৮