শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : উপমহাদেশে ইসলাম প্রচারক হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৫তম ওরস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো.আনোয়ারুজ্জামান চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে গিলাপ প্রদান করেছে সিলেট সিটি কর্পোরেশন।
সিসিক ভারপ্রাপ্ত মেয়র মো: মখলিছুর রহমান কামরানের নেতৃত্বে মঙ্গলবার (২৮ মে) সকাল ১১টায় মাজারে উপস্থিত হয়ে গিলাপ প্রদান করা হয়েছে। এসময় কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন, আজাদুর রহমান আজাদ, শেখ তোফায়েল আহমদ শেপুল, শওকত আমীন তৌহিদ এবং কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন,প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান, সচিব আশিক নূর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান, বর্জ্য ব্যবস্থাপনা প্রধান লে. কর্নেল একলিম আবদীন, জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্করসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
—————————————————————
সিসিকের সাথে যুক্তরাজ্যের পোর্টসমাউথ প্রতিনিধি দলের
মতবিনিময়
সিলেট সিটি কর্পোরেশনের সাথে মতবিনিময় করেছে পোর্টসমাউথ
দক্ষিণাঞ্চলীয় যুক্তরাজ্যের একটি প্রতিনিধি দল। সিটি কর্পোরেশনের সভাকক্ষে
ভারপ্রাপ্ত মেয়র মো: মখলিছুর রহমান কামরানের সভাপতিত্বে মঙ্গলবার (২৮ মে) দুপুর
২টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, আইডিবি পার্টনারশিপ গ্রুপের সিইও
মি. রাজা আলী, পরিচালক মি. নিকসড্রুবিস অ্যান্দজানস, এফসিসিএ
একাউন্টেন্ট ও প্রতিষ্ঠাতা এমএস সেলিনা আলী, বিজনেস কনসাল্টেন্ট মাহবুব
নূর মাবস, সিটি মেয়রের প্রধান কনসাল্টেন্ট ড. মিসবাউর রহমান, জনসংযোগ
কর্মকর্তা সাজলু লস্কর।
এসময় পোর্টসমাউথের সিলেটের সাথে বাণিজ্য, সামাজিক এবং
সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করতে সহায়তা, রাজনৈতিক, ব্যবসায়িক,
উৎপাদনশীল বাণিজ্য, এবং সাংস্কৃতিক সম্পৃক্ততা সম্পর্কিত আলোচনা করা
হয়।
কিউএনবি/আয়শা/২৮ মে ২০২৪,/রাত ৮:৪৪