ডেস্ক নিউজ : প্রবল ঘূর্ণিঝড় রিমাল বৃষ্টি ঝরিয়ে ক্রমশ নিম্নচাপে পরিণত হয়েছে। আরো বৃষ্টি ঝরিয়ে এটি দুর্বল হয়ে যাবে বলে জানিয়েছে আবহওয়া অধিদপ্তর। এই অবস্থায় পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ (দশ) নম্বর মহাবিপৎসংকেত নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সোমবার (২৭ মে) আবহাওয়ার ১৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এটি এই সিরিজের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ স্বাক্ষরিত ওই বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কয়রা, খুলনা অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে অগ্রসর ও দুর্ঘল হয়েছে। এটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে যশোরে অবস্থান করছে। এদিকে সকালে এক সংবাদ সম্মেলনে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান জানিয়েছেন, রিমালের কেন্দ্রভাগ বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে ঢাকার দিকে আসবে।
এটি এখন অনেকটা গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। এর ফলে ঢাকায় আরো বৃষ্টি হবে। সেই সঙ্গে ঝোড়ো বাতাস বইবে। ঢাকার ওপর দিয়ে এটা পর্যায়ক্রমে সিলেট হয়ে বাংলাদেশের বাইরে যাবে ৷ ঢাকায় এলে বৃষ্টিপাত আর দমকা বাতাস কিছুটা বাড়বে।
কিউএনবি/আয়শা/২৭ মে ২০২৪,/বিকাল ৫:১৯