এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় পৌর শহরে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যাক্তিকে দুই হাজার টাকা জরিমানা করেছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল ) সন্ধ্যায় শহরের মহিলা কলেজ এলাকায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট গুঞ্জন বিশ্বাসের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, কোন ব্যাক্তি ড্রাইভিং লাইন্সেস, হেলমেট ও গাড়ীর কাগজ পত্র ছাড়া মোটর সাইকেল চালালে তা আইনত অপরাধ। ফলে তিনি বাংলাদেশ সড়ক ও পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় অপরাধী বিবেচিত হবেন। এ ধারায় চৌগাছা পৌর শহরের কংশারীপুর মৃধাপাড়া গ্রামের রশিদুল ইসলামের ছেলে হাসান রহমান (২২) কে ২০০০ টাকা জরিমানা করা হয়েছে।
কিউএনবি/আয়শা/৩০ এপ্রিল ২০২৪,/রাত ৮:২৫