জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি: বাংলাদেশ সরকারের অর্থায়ণে বিনামূল্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতায় হার পাওয়ার প্রকল্পের মাধ্যমে প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন শীর্ষক ৫ মাস ব্যাপি কর্মশালা উদ্ভোধন করা হয়েছে।সোমবার (২৯ এপ্রিল) মাটিরাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এর আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতায় হার পাওয়ার প্রকল্পের প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন শীর্ষক ৫ মাস ব্যাপি কর্মশালা উদ্ভোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মাটিরাঙ্গা উপজেলা সহকারী প্রোগ্রামার রাজীব রায় চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী এসময় মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মাটিরাঙ্গা উপজেলা সহকারী প্রোগ্রামার রাজীব রায় চৌধুরীর বলেন, তথ্যপ্রযুক্তির সর্বোত্তম নিরাপদ ব্যবহার করে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নারীদের আত্মকর্ম সংস্থানের ব্যবস্থা ও উদ্যোক্তা হিসেবে তাদের টেকসই নিশ্চিত করা এই প্রকল্পের মূল উদ্দেশ্য।মাটিরাঙ্গা উপজেলার ৮০জন নারী প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন শীর্ষক ৫দিন ব্যাপি কর্মশালা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি,র বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী বলেন,নারীকে প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এ প্রকল্পের মূল লক্ষ্য । তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সরাসরি নির্দেশনায় নারীদের কর্মক্ষম ও দক্ষ করে গড়ে তুলতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নারীদের স্বাবলম্বী হতে সাহায্য করবে। নারীর ক্ষমতায়ন বাড়বে।