বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার ২০০০ রিকশা চালকের মাছেঝ টুপি বিতরণ করছেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. শাহাদাৎ হোসেন শোভন। সোমবার দুপুরে পৌর এলাকার চারটি গুরুত্বপূর্ণস্থানে দাঁড়িয়ে রিকশা চালকদের মাঝে এসব টুপি বিতরণ করা হয়।
টুপি বিতরণের সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি অন্তু বিল্লাহ, উবায়দুর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম রবিন, জসিম আহমেদ রবিন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন আফ্রিদি, আজহারুল হাসান মিঠুসহ ছাত্রলীগ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা শুভনের পক্ষে টুপির পাশাপাশি বিশুদ্ধ পানি খাবার স্যালাইন তুলে দেন।
কাহাদাৎ হোসেন শোভন বলেন, ‘যে কোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় ২০০০ রিকশাচালকের মাঝে গরম সহনীয় টুপি বিতরণ করা হয়েছে। সকলের সহযোগিতা নিয়ে এ প্রচেষ্টা অব্যাহত রাখতে চাই।’
কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৪,/রাত ৮:৫৫