আন্তর্জাতিক ডেস্ক : এএফপির প্রতিবেদন মতে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, পশ্চিমা অস্ত্র বহন করা ইউক্রেনের রেলওয়ে অবকাঠামো ও রেলপথে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুটি অঞ্চলে ওই হামলা চালানো হয়। একটি ইউক্রেনের দোনবাসের দোনেৎস্ক অঞ্চলে। অপরটি খারকিভ অঞ্চলে। এই হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৬ এপ্রিল) ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ৭৯২তম দিনে গড়িয়েছে। আল জাজিরার প্রতিবেদন মতে, উভয় পক্ষের মধ্যে তীব্র লড়াই অব্যাহত রয়েছে।
রাশিয়া অধিকৃত দোনেৎস্ক অঞ্চলে একটি গ্রামে গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী। এতে অন্তত তিন ইউক্রেনীয় নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
দক্ষিণের খারকিভ অঞ্চলের কুরাখিভকা এলাকায় রাশিয়ার অপর হামলায় আরও অন্তত নিহত হয়েছে। এদিকে রুশ অধিকৃত জাপোরিঝিয়ায় ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় দুইজন নিহত হয়েছেন।
অন্যদিকে রুশ অধিকৃত খেরসন অঞ্চলে ইউক্রেনের অপর হামলায় আরও দুইজন নিহত হয়েছেন।
কিউএনবি/আয়শা/২৬ এপ্রিল ২০২৪,/রাত ৮:২৫