তথ্যপ্রযুক্তি ডেস্ক : মঙ্গলবার (২৩ এপ্রিল) বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির (বিএসসিপিএলসি) ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মির্জা কামাল আহম্মদ সময় সংবাদকে এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার (১৯ এপ্রিল) দিবাগত রাত ১২টার পর থেকে সমস্যা শুরু হয়। ইন্দোনেশিয়ার সমুদ্র এলাকায় সি-মি-উই-৫ ক্যাবলটি কাটা পড়ায় বাংলাদেশসহ আরও কয়েকটি দেশ এ ভোগান্তিতে পড়েছে বলে জানা যায়। এছাড়া আগামী মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহ নাগাদ এ মেরামত শেষ হতে পারে বলে জানানো হয় বিএসসিপিএলসি পক্ষ থেকে।
কিউএনবি/আয়শা/২৩ এপ্রিল ২০২৪,/রাত ৯:০৫