স্পোর্টস ডেস্ক : এডেন গার্ডেন্সে তৃতীয় ওভারে হার্শিত রানার প্রথম বলে ফুলটস পান কোহলি। প্রথমে জোরে পেটানোর জন্য মনস্থির করেন, কিন্তু পরমুহূর্তে সিদ্ধান্ত বদলে ডিফেন্স করতে যান তিনি। কাজের কাজ হয়নি কিছুই। বল ব্যাটে লেগে চলে যায় রানার হাতে। আম্পায়ারও আউট দেন।
কিউএনবি/আয়শা/২১ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:৪৪