আন্তর্জাতিক ডেস্ক : তুরিন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ইতিহাসের অধ্যাপক লরেঞ্জো কামেলের ভবিষ্যদ্বাণী হলো, পশ্চিমা সমর্থন নিয়ে ইরানের বিরুদ্ধে ইসরাইল তাৎক্ষণিক প্রতিশোধ নেবে না। তার মতে, গাজা থেকে বিশ্ববাসীর মনোযোগ সরিয়ে নেয়ার জন্যই গত ১ এপ্রিল ইসরাইল সিরিয়ায় ইরানের কনস্যুলেটে হামলা চালিয়েছে এবং ইরানকে প্রতিক্রিয়া জানাতে বাধ্য করেছে।
তিনি বলেন, ‘তারা (ইসরাইল) এখন প্রতিশোধ নেবে না। কারণ, তারা যা চেয়েছিল ঠিক তাই পেয়েছে। সুতরাং এখন এটি এককোণে থাকা ইসরাইলি কর্তৃপক্ষের জন্য সুযোগের একটি নতুন জানালা। গাজা যুদ্ধ নিয়ে পশ্চিমা ও ইসরাইলি জনগণের মধ্যে সমালোচনা বাড়ছে। কিন্তু ইরানের হামলার পর এখন সব পশ্চিমা দেশ ইসরাইলকে আরও একবার সমর্থন করছে।’তার মতে, পরবর্তীতে তারা (ইসরাইল) প্রতিশোধ নিতে পারে। এটি একটি শক্তি ক্ষয়ের যুদ্ধ, তবে এখন ইসরাইলের জন্য (পাল্টা হামলার) সঠিক সময় নয়। এটি (প্রতিশোধমূলক হামলা) ভবিষ্যতে আসবে, কিন্তু আপাতত যা ঘটে গেছে তার থেকে সেরা সুযোগটা লুফে নেয়ার সময়।
গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরাইলি হামলায় ৭ উচ্চপদস্থ সেনা কর্মকর্তাসহ ১৩ জন নিহত হন। এই ঘটনার পর ইরান এবং ইসরাইলের মাঝে উত্তেজনা চরমে ওঠে। ওই ঘটনার প্রতিশোধ হিসেবে শনিবার রাতে প্রায় সাড়ে তিনশ ড্রোন এবং মিসাইল দিয়ে হামলা চালায় ইরান। ইসরাইলে এটিই ইরানের প্রথম সরাসরি হামলা। তবে এত বেশি সংখ্যক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছোড়া হলেও এগুলোর ৯৯ শতাংশই লক্ষ্যে আঘাত হানার আগেই ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসরাইল।
কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৪,/রাত ১১:৪৪