জসীম উদ্দিন জয়নাল,বিশেষ প্রতিনিধি : শুভ নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দকে স্বাগত জানিয়ে চট্রগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। মঙ্গল শোভাযাত্রাটি প্রধান অতিথি হিসেবে উদ্ভোধন করেন ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জেবুন নাহার মুক্তা। সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী ।রোববার (১৪ এপ্রিল)ফটিকছড়ি উপজেলা পরিষদের চত্বর হতে মঙ্গল শোভাযাত্রাটি বিভিন্ন বর্ণিল সাজে ফটিকছড়ি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ কমপ্লেক্সে এসে শেষ হয়।এই আনন্দ উৎসবে সকল শ্রেণী পেশার মানুষ,উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়।
এসময় ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো.মেজবাহ উদ্দিন, ফটিকছড়ি পৌরসভার মেয়র মো ইসমাইল হোসেন, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, নাজিম উদ্দীন মুহুরী সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান উপস্থিত ছিলেন।
হোটেল হাইপেরিয়ন সী ওয়াল্ড,কক্সবাজার, জমজম আবাসন লিমিটেড এর সহযোগিতায়
উপজেলা শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ শিশু একাডেমির অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অতিথিদের সাথে নিয়ে উপভোগ করেন ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জেবুন নাহার মুক্তা ও ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী ।
কিউএনবি/অনিমা/১৫ এপ্রিল ২০২৪/সকাল ১০:২৫