স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার (১১ এপ্রিল) বেঙ্গালুরুর বিপক্ষে খেলতে নামে মুম্বাই। ওই ম্যাচের টস করার একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, হার্দিক পান্ডিয়া কয়েন ছুড়ে ফেলার পর রেফারি শ্রীনাথ সেটিকে হাতে নেন। হাতে কয়েন নেয়ার সময় শ্রীনাথ সেটিকে উল্টে ফেলেন বলে অভিযোগ অনেকের। কয়েন উল্টানোর ক্লোজ ফুটেজও জুড়ে দেয়া হয়েছে ওই ডিভিওতে।
এক্স ব্যবহারকারী একজন ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘টসের একটা পরিষ্কার ভিডিও। এরপরও যদি সন্দেহ থাকে, তবে তুমি চোখের হাসপাতালে যাও, নাহলে মানসিক হাসপাতালে যেতে পারো।’
কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৪,/রাত ৮:৫২