আন্তর্জাতিক ডেস্ক : শনিবার (১৩ এপ্রিল) আরব আমিরাতের উপকূল থেকে জব্দ করা হয় জাহাজটি। ‘এমসিএস অ্যারিস’ নামের ওই কনটেইনার জাহাজ একটি হেলিবোর্ন অপারেশন চালিয়ে সেপাহ (গার্ডস) নৌবাহিনী জব্দ করেছে। হরমুজ প্রণালির কাছ থেকে জাহাজটি জব্দ করা হয়েছে। জাহাজটি এখন ইরানের আঞ্চলিক জলসীমার দিকে নিয়ে যাওয়া হচ্ছে।
কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৪,/রাত ৮:২৫