বিনোদন ডেস্ক : ঈদে আনন্দের উৎসবে সবাই যখন মুখর, তখন শুভর মনে বিষাদের ছায়া। রয়েছে একরাশ শূন্যতা। ফেসবুকে শেয়ার করেছেন আবেগঘন পোস্ট।সেই পোস্টে তিনি লিখেছেন, “যখন অনেক কিছু বলার থাকে তখন হয়তো কিছুই বলা যায় না।
মা, দেখতে দেখতে তোমার যাবার প্রায় ৩ মাস, এখনও বোঝার চেষ্টা করছি যে কী হলো আসলে, আমি কী ঘুম থেকে উঠে দেখবো তুমি পাশের রুমটাতেই আছো। সবকিছু কেমন যেনো হয়ে গেলো। পেশায় অভিনয় শিল্পী হয়েও ‘আমি ঠিক আছি’ নামক অভিনয়টা হচ্ছে না একেবারেই, চেষ্টা চলছে।”
কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:২১