স্পোর্টস ডেস্ক : আটালান্টার মুখোমুখি হওয়ার আগে ইনজুরি জর্জর লিভারপুল। চোটের কারণে একাধিক তারকাকে দলে পাচ্ছেন না ইয়ুর্গেন ক্লপ। অ্যালিসন বেকারের থাইয়ে ইনজুরি, আলেক্সান্ডার আরনল্ড ও দিয়েগো জোতার চোট হাঁটুতে। তাদের মতো লম্বা সময় ধরে মাঠের বাইরে জোয়েল মাটিপ, বেন ডোয়াক, থিয়াগো আলকানতারা ও স্টেফান বাজসেটিক।
কিউএনবি/আয়শা/১১ এপ্রিল ২০২৪,/রাত ১১:২১