বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ঈদ আসলে সবাই যখন ঈদ উৎসবে পরিবার পরিজন নিয়ে ব্যস্ত তখনই অসহায় চাহনিতে স্বজন হারা, অসচ্ছল পরিবারের সদস্যরা সময় অতিবাহিত করে। এই অসহায় চাহনিতে থাকা পরিবারের শিশুদের অবস্থা আরো ভয়াবহ। সেটার উপলব্ধি থেকে বিজয়নগরের স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখা যমুনা গ্রুপ ও দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা নুরুল ইসলাম এর নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের সহযোগিতায় স্বজন হারা অসহায় শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করেন।
৫ এপ্রিল শুক্রবার বিজয়নগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ২০ জন এতিম অসহায় শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি ও দৈনিক যুগান্তরের বিজয়নগর উপজেলা প্রতিনিধি এস এম কামরুল হাসান শান্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হক। এতে স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন রুবেল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল হক বকুল, উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মেজবাহ উদ্দিন, ইছাপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন, বিজয়নগর থানার সেকেন্ড অফিসার মোঃ মনিরুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন, স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ মাহিদুল ইসলাম, মোঃ দুলাল আহমেদ, মাওলানা মোঃ সিরাজুল ইসলাম, মোঃ অলিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান হেলন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শাহনেওয়াজ শাহ ও মোঃ জিয়াউর রহমান রিফাত, দপ্তর সম্পাদক শ্যামল সরকার নিলয়, শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ নিয়ামুল হক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইন্দ্রজিৎ বিশ্বাস মিঠু, সদস্য মোঃ ইমাম হোসেন, আব্দুল হান্নান, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ নাহিদ খাঁন, মোঃ জহিরুল ইসলাম, পলাশ কুমার দাস, মোঃ হেলাল উদ্দিন, কাজী সাগর প্রমুখ।
এসময় উপজেলার দুইটি মাদ্রাসা ও একটি আশ্রয়ণ পল্লী থেকে বাছাইকৃত প্রকৃত এতিম অসহায় ২০ জন ৭ বছর থেকে ১৩ বছরের শিশুদের মাঝে ঈদের পাঞ্জাবি তুলে দেওয়া হয়। যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত নুরুল ইসলাম এর রুহের মাগফেরাত কামনায় ও দৈনিক যুগান্তরের প্রকাশক এডভোকেট সালমা ইসলামের সুস্বাস্থ্য ও কল্যাণকর ভবিষ্যত কামনাসহ মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন বিজয়নগর উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মেজবাহ উদ্দিন।