স্পোর্টস ডেস্ক : শীর্ষে থাকা আর্সেনালের ৩০ ম্যাচে পয়েন্ট ৬৮। এক ম্যাচ কম খেলা লিভারপুলের পয়েন্ট ৬৭। অর্থাৎ জিতলে ২ পয়েন্টে এগিয়ে যাবে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। তবে হারলে হোঁচট আসবে শিরোপার স্বপ্নে। অন্যদিকে মিরাকল কিছু না ঘটাতে পারলে এ মৌসুমে রেলিগেশন নিশ্চিত শেফিল্ড ইউনাইটেডের।
সালাহ থাকলেও সামনের ব্যস্ত সূচির কথা মাথায় রেখে শুরুর একাদশ থেকে ডারউইন নুনেজকে বিশ্রাম দিতে পারেন ক্লপ, খেলাতে পারেন লুইস দিয়াজকে। ত্রিমুখি আক্রমণে তার সঙ্গী ডাচ ফ্ল্যাইংম্যান কোডি গ্যাকপো। সম্ভাব্য ফর্মেশন ৪-৩-৩।
সবশেষ ২০১২/১৩ মৌসুমে প্রিমিয়ার লিগ জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর লিগ জেতা তো দূরের কথা, সব কোচই লড়ছেন চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পেতে। ব্যতিক্রম নয় এবারও। চারে থাকা অ্যাস্টন ভিলার সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ১১। কঠিন সেই সমীকরণ মেলাতে ত্রিশতম রাউন্ডের ম্যাচে চেলসির বিপক্ষে পা হড়কালেই বিপদ ইউনাইটেডের।
কাগজে-কলমে হাইভোল্টেজ হলেও চেলসি ও ইউনাইটেডের আভিজাত্যের লড়াইয়ের স্বাদ এখন অনেকটাই পানসে। ইউনাইটেড শিবিরে ইনজুরির লম্বা তালিকায় নতুন করে যোগ হচ্ছে ভিক্টর লিন্ডেলফ, লিসান্দ্রো মার্তিনেজের নাম। শঙ্কা আছে রাফায়েল ভারানেকে নিয়েও। তবে এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন আমাদ দিয়ালো।
ম্যান ইউনাইটেডের মতো ধুঁকছে চেলসিও। রেড ডেভিলদের বিপক্ষে সবশেষ ১২ দেখায় জয়হীন ব্লুজ। তবে স্ট্যামফোর্ড ব্রিজে সবশেষ ১৫ ম্যাচে মোটে এক হার তাদের। হাঁটুর চোটে বেন চিলওয়েলকে এ ম্যাচে না পেলেও ট্রিবো টালেভা আর মালো গুস্তোর ফেরা স্বস্তি দেবে মরিসিও পচেত্তিনোকে।
কিউএনবি/আয়শা/০৪ এপ্রিল ২০২৪,/রাত ৯:৪২