জালাল আহমদ, ঢাকা : সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ দায়িত্ব গ্রহণ করেছেন। এতে দলীয় সিদ্ধান্তের বাইরে সুপ্রিমকোর্ট বারে দায়িত্ব গ্রহণ করেছেন খোকন! আজ ৪ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সমিতির সাবেক সভাপতি মমতাজ উদ্দিন ফকির এবং সম্পাদক আবদুর নুর দুলালের কাছ থেকে এই দায়িত্ব গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন এটর্নী জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সদ্য বিদায়ী সভাপতি মমতাজ উদ্দিন ফকির, সম্পাদক এডভোকেট আব্দুর নুর দুলাল,প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী এডভোকেট আবুল খায়ের প্রমুখ।
ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন,যারা আমাকে ভোট দিয়েছেন , “আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।এটা আমার জীবনে বিশাল প্রাপ্তি। সেই প্রাপি আপনারাই আমাকে দিয়েছেন। আমি দলমত নির্বিশেষে সকলের প্রতি সমান আচরণ করবো”।
উল্লেখ্য যে গত ৬ এবং ৭ মার্চ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং ১০ মার্চ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ (সাদা প্যানেল হিসেবে পরিচিত) সম্পাদক সহ ১০ জন নির্বাচিত হন। বিজয়ীরা হচ্ছেন- সম্পাদক শাহ মঞ্জুরুল হক, সহ-সভাপতি পদে রমজান আলী শিকদার ও দেওয়ান মো. আবু ওবাঈদ হোসেন সেতু, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ নুরুল হুদা আনসারী, সহ-সম্পাদক পদে মো. হুমায়ুন কবির ও মোহাম্মদ হুমায়ন কবির।
সদস্য পদে বিজয়ী প্রার্থীরা হচ্ছেন- মো. বেলাল হোসেন শাহীন, খালেদ মোশাররফ রিপন, মো. রায়হান রনি ও রাশেদুল হক খোকন। বিএনপির নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল হিসেবে পরিচিত) থেকে চার জন বিজয়ী হন।বিজয়ী প্রার্থীরা হচ্ছেন- সভাপতি পদে এ এম মাহবুব উদ্দিন (খোকন) এবং সদস্য পদে সৈয়দ ফজলে এলাহী, ফাতিমা আক্তার ও মো. শফিকুল ইসলাম শফিক।
দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সভাপতি পদে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন দায়িত্ব গ্রহণ করলেও অন্য তিন জন দায়িত্ব গ্রহণ করেন নি।
কিউএনবি/আয়শা/০৪ এপ্রিল ২০২৪,/রাত ৮:৩২