তথ্যপ্রযুক্তি ডেস্ক : সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানায়। অ্যামাজন কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যামাজন ওয়ান সেবাটি দ্রুত, সুবিধাজনক ও স্পর্শহীন উপায়ে হাতের তালু ব্যবহার করে সেবা দিতে পারবে। এতে স্টোরে অর্থ পরিশোধ, স্টেডিয়ামে ঢোকা, ছাড়ের সুবিধা নেয়ার মতো কাজগুলো সহজেই করা যাবে।
এ প্রক্রিয়া অনেকটাই ফিঙ্গারপ্রিন্ট শনাক্তকরণ প্রক্রিয়ার মতো। তবে এ ক্ষেত্রে অ্যামাজন পুরো হাতের তালু ব্যবহার করবে। এরই মধ্যে সিয়াটলে অ্যামাজন গো স্টোরে ঢোকার সময় অ্যামাজন গো ব্যবহার করতে পারেন গ্রাহকেরা।
অ্যামাজনের ব্লগ পোস্টে বলা হয়, একবার অ্যামাজন ওয়ান ব্যবহারের জন্য নিবন্ধন করা হলে অ্যামাজন ওয়ান ডিভাইসের ওপর ঢোকার সময় হাত দেখালে মুহূর্তেই ক্রেতা শনাক্ত হয়ে যাবে।
এটি খুবই সহজ একটি পদ্ধতি। অ্যাপল অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোর থেকে অ্যামাজন ওয়ান অ্যাপটি ডাউনলোড করা যাবে। এ মুহূর্তে অ্যাপটির প্রাথমিক রোলআউটটি শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ আছে।
কিউএনবি/আয়শা/০১ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:১২