মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট কিশোর গ্যাং “জানু গ্রুপ” এর গ্রুপ লিডার সোহানসহ ০৮ সদস্য কে আটক করেছে র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। শুক্রবার রাতে পৌর শহরের স্টেডিয়াম এলাকা থেকে আটক করা হয়।এসময় তাদের কাছথেকে চাকু, গাজার কলকী, লাইটার ও নগর টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো জয়পুরহাট পৌর শহরের হাড়াইল গ্রামের গোলাম মোস্তফার ছেলে গ্যাং লিডার তাজমির হোসেন ওরফে সোহান (২৪), তাতীপাড়া গ্রামের নজরুল খানের ছেলে সাকিব খান রাতুল (২৩), বুলুপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে আবদুল্লাহ মুমিন (২৩), বামলিপাড়া নিশির মোড়ের মহন কর্মকারের ছেলে জয়ন্ত কুমার (২১), আদর্শপাড়া গ্রামের নূর মোহাম্মেদের ছেলে আব্দুল হাই কাফি তামিম (২৩), তাতীপাড়া গ্রামের প্রবীর চন্দ্র মহন্তের ছেলে পিযুষ কুমার মহন্ত ওরফে আনন্দ (২৪), একই গ্রামের লক্ষন মহন্তের ছেলে জয় মহন্ত (২২) ও সাহেবপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমান টুটুলের ছেলে পিপাস মোল্লা (২৩)।
র্যাব জানায়, সমসাময়িক সময়ে জয়পুরহাটে এ কিশোর গ্যাংয়ের উৎপাত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এদের ঔদ্ধত্য আচরণে এলাকাবাসীরা আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছে। এমন কোন অপরাধ নেই যার সাথে এরা জড়িত হচ্ছে না। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতরাতে অভিযান চালিয়ে জানু গ্রুপের লিডার সোহানসহ আটজনকে আটক করা হয়েছে।
কিউএনবি/অনিমা/২৩ মার্চ ২০২৪/বিকাল ৩:৩২