জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় “সার্বজনীন পেনশন স্কিম” সংক্রান্ত জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অংশীজন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮মার্চ) দুপুরের দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী,র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম।
মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মেজবাহ উদ্দিন, মাটিরাঙ্গা থানার ইন্সপেক্টর তদন্ত মো.শরীফ,মাটিরাঙ্গা সোনালী ব্যাংকের ম্যানেজার মো.হাবিবুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, বেলছড়ি ইউপি চেয়ারম্যান মো.রহমত উল্ল্যাহ প্রমূখ বক্তব্য রাখেন।
অবহিতকরণ সভায় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। প্রধান অতিথি,র বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে এগিয়ে যাচ্ছে, তারই ধারাবাহি কতায় প্রধানমন্ত্রী সার্বজনীন পেনশন স্কিম চালু করেছেন।
সভাপতি,র বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী,বলেন, এক সময় শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারিদের বেলায় পেনশন প্রযোজ্য ছিলো। বর্তমানে সকল শ্রেণির মানুষের সুরক্ষায় এই সার্বজনীন পেনশন স্কিম চালু করা হয়েছে।
কিউএনবি/আয়শা/১৮ মার্চ ২০২৪,/বিকাল ৫:১৫