আন্তর্জাতিক ডেস্ক : শনিবার (১৬ মার্চ) এক প্রতিবেদনে বিবিসি জানায়, অভিনেতা ওংকে ছয় বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এ ছাড়া গণতন্ত্রপন্থি আন্দোলনে অংশ নেয়ার জন্য অ্যাকটিভিস্ট ভেনাস লাউ এবং ওয়েন চাওকেও দণ্ডিত করা হয়েছে।
এ সময় অবৈধভাবে লেজিসলেটিভ কাউন্সিল চেম্বারে প্রবেশ করায় দুই সাংবাদিককেও জরিমানা করা হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।
২০১৯ সালে একটি গণতন্ত্রপন্থি আন্দোলনের সময় বিক্ষোভকারীরা হংকংয়ের আইনসভায় ঢুকে হামলা চালান। তাদের প্রায় সবার বিরুদ্ধে দাঙ্গার অভিযোগ আনা হয়েছিল।
প্রতিবেদনে আরও বলা হয় ২০১৯ সালের জুলাই মাসে চীনের একটি বিতর্কিত বিলকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু করেছিলেন গণতন্ত্রপন্থিরা।
বিক্ষোভের একপর্যায়ে শত শত আন্দোলনকারী ওই ভবনে ঢুকে পড়েন। তারা দেয়ালে স্প্রে-পেইন্টিং গ্রাফিতি আঁকেন। একটি সরকারি প্রতীককে বিকৃত করেন এবং দেয়াল থেকে রাজনৈতিক নেতাদের প্রতিকৃতি টেনে ছিঁড়ে ফেলেন।
চীনের ওই প্রস্তাবিত বিলে বলা হয়েছে, কোন কোন অপরাধের বিচারের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে চীনের হাতে তুলে দিতে পারবে হংকং কর্তৃপক্ষ। এরই প্রতিবাদে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।
কিউএনবি/আয়শা/১৬ মার্চ ২০২৪,/বিকাল ৪:১২