খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের উপ-নির্বাচনে লুৎফর রহমান ও সখিপুর থানার কাঁচিকাটা ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বিতীয়বার নুরুল আমিন দেওয়ান চেয়ারম্যান বিজয়ী হয়েছেন। শনিবার (৯ মার্চ) রাতে পরিষদ দুইটির সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মিজানুর রহমান ও রুবায়েত হাসান ফলাফল ঘোষণা করে তাদেরকে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, গত বছরের ৯ সেপ্টেম্বর জাজিরার বড় কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফি উদ্দিন খলিফার মৃত্যুতে ইউনিয়নটিতে বিধি অনুযায়ী চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের আয়োজন করা হয়। উপ-নির্বাচনে ১৫ হাজার ২৯০ জন ভোটারের বিপরীতে প্রার্থী ছিলেন ৭ জন। এর মধ্যে ঘোড়া প্রতীকের লুৎফর রহমান ৫ হাজার ৩১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের এম এ ওয়াহাব মাদবর পেয়েছেন ৪ হাজার ১৩২ ভোট।ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাধীন কাঁচিকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৭ হাজার ২৩৭ ভোটের বিপরীতে প্রার্থী ছিলেন ৪ জন। এর মধ্যে আনারস প্রতীকের নুরুল আমিন দেওয়ান ৪ হাজার ১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী চশমা প্রতীকের এইচ এম কামরুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৯৩৪ ভোট।
নবনির্বাচিত বড় কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান বলেন, আমাদের ওপর অনেক অত্যাচার নির্যাতন করেছে প্রতিপক্ষের প্রার্থী ও সমর্থকরা। তবে গোপন ব্যালেটের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে জনগণের বিজয় নিশ্চিত করেছেন। আমি সবাইকে নিয়ে ইউনিয়ন বাসীর সেবামূলক উন্নয়ন কাজে সহযোগিতা করব।কাঁচিকাটা ইউনিয়ন পরিষদে দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হয়ে নুরুল আমিন দেওয়ান বলেন, প্রত্যন্ত চরাঞ্চল কাঁচিকাটার মানুষ আমাকে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত করে যে সম্মান দিয়েছেন। তার প্রতিদান আমি আমৃত্যু দিয়ে গেলেও শেষ করতে পারব না। সারাজীবন আমি কাঁচিকাটা বাসীর জীবন মান উন্নয়নে কাজ করে যাব।
কিউএনবি/অনিমা/১০ মার্চ ২০২৪/দুপুর ১:৩৬