বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ উপনির্বাচন ‘ঘোড়ায় চড়া’ বিল্লাল চেয়ারম্যান নির্বাচিত

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১৪৪ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে চমক দেখিয়ে জয়লাভ করেছেন মো. বিল্লাল মিয়া। শনিবার অনুষ্ঠিত ভোটে তিনি ৭৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী চশমা প্রতীকের হেলাল উদ্দিন পেয়েছেন ৪৯০ ভোট। আনারস প্রতীকের শফিকুল আলম পেয়েছেন ১৩৩ ভোট।

জেলা নির্বাচন অফিস ও পুলিশের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। তবে বেলা পৌণে চারটা নাগাদ ভোটের আনুষ্ঠানিক ফল ঘোষণা হয়নি। যদিও ফলাফলের বিষয়টি ইতিমধ্যেই এলাকায় চাউর হয়ে গেছে। অনেকে বিল্লাল মিয়াকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন।

সর্বশেষ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হয়েছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আল-মামুন সরকার। ওই নির্বাচনটিও ছিলো এখনকার মতো নির্দলীয়। তবে বিভিন্ন কারণেই নির্বাচনটি দলীয় রূপ নেয়। দলে ‘বিভাজন’ থাকলেও নেতা-কর্মীদের বড় অংশ আল-মামুন সরকারের পক্ষে কাজ করায় জয় সহজ হয়। তবে এবার দলীয় নেতা-কর্মীদের মধ্যে ছিলো গা-ঁছাড়া ভাব। শেষ দিকে এসে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে হেলাল উদ্দিনের পক্ষে কাজ করার আহবান জানানো হয়। 

উপ-নির্বাচনে প্রতিদ্বন্দিতা করা প্রার্থীরা ছিলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার দুইবারের মেয়র মো. হেলাল উদ্দিন (চশমা প্রতীক), জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. শফিকুল আলম (আনারস প্রতীক) ও জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করা মো. বিল্লাল মিয়া (ঘোড়া প্রতীক)।

এর মধ্যে প্রথমে ধরে নেওয়া হয় হেলাল উদ্দিন ও শফিকুল আলমের মধ্যে প্রতিদ্বন্দিতা হবে। তবে সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পরিস্থিতি পাল্টাতে থাকে। দৌঁড়ে পিছিয়ে যান শফিকুল আলম। বাকি দুই প্রার্থীর মধ্যে তুমুল লড়াইয়ের আভাসের কথা বলতে থাকেন অনেকে। তবে শেষ পর্যন্ত সদর উপজেলা বাদে সব জায়গার ফলাফলেই বিল্লাল মিয়া। 

জেলার নয়টি উপজেলা, পাঁচটি পৌরসভা ও ১০০টি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা এ নির্বাচনে ভোট দেন। মোট ভোটার সংখ্যা ছিলো ১৩৮৪ জন। এর মধ্যে নাসিরনগর উপজেলায় ১৭১ জন, সরাইল উপজেলায় ১১৯ জন, আশুগঞ্জ উপজেলায় ১০৪ জন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ১৬১ জন, বিজয়নগর উপজেলায় ১৩০ জন, কসবা উপজেলায় ১৪৬ জন, আখাউড়া উপজেলায় ৮১ জন, নবীনগর উপজেলায় ২৮৮ ও বাঞ্ছারামপুর উপজেলায় ১৮৪ জন ভোটার। 

নির্বাচনে দলীয়ভাবে মনোনয়ন দেয়া না হলেও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ থেকে মো. হেলাল উদ্দিনকে ‘সমর্থন’ দেওয়া হয়। হেলাল উদ্দিন ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে আসেন। জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সাবেক আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করা হেলাল উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় দুইবার মেয়র নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।

আরেক প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মো. শফিকুল আলম জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি। নানা কারণে দলের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। এরপর থেকে তিনি দলীয় কার্যক্রমে অনেকটাই দূরে। তবে প্রতিকুল অবস্থায়ও তিনি জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। মো. বিল্লাল মিয়ার রাজনৈতিক কোন পদ-পদবী নেই। পেশায় তিনি ব্যবসায়ী।

বিল্লাল মিয়া গত জেলা পরিষদ নির্বাচনে আশুগঞ্জ উপজেলা থেকে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। চেয়ারম্যান পদে লড়াই করতে তিনি সদস্য থেকে পদত্যাগ করেন। শেষ পর্যন্ত তিনি জয়ী হয়ে চমক দেখিয়ে দিলেন। ২০২২ সালের ১৭ অক্টোবর অনুষ্ঠিত হওয়া জেলা পরিষদের নির্বাচনে জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ও বীরমুক্তিযোদ্ধা আল-মামুন সরকার চেয়ারম্যান পদে জয়লাভ করেছিলেন। ২০২৩ সালের ২ অক্টোবর তিনি মারা গেলে পদটি শূন্য হয়। 

 

 

কিউএনবি/আয়শা/০৯ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit