ডেস্ক নিউজ : গোপালগঞ্জ সদর উপজেলার মালিবাতা বিশ্ববন্ধু সেবাশ্রমের পূজারী হাসিলতা বিশ্বাসকে (৭০) হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাতের যেকোন সময়ে তাকে হত্যা করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, মালিবাতা সেবাশ্রমে দীর্ঘ ১ বছর ধরে পূজা অর্চনা ও দেখাশুনা করে আসছিলেন হাসিলতা। শনিবার রাতে ওই আশ্রমে তিনি একাই ঘুমিয়ে ছিলেন।আজ রবিবার ভোরে কয়েকজন এলাকাবাসী আশ্রমে গেলে আশ্রমের মন্দিরের দরজা খোলা দেখতে পান। পরে ভিতরে গেলে হাসিলতার মুখ ও হাত বাঁধা অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কিউএনবি/অনিমা/০৩ মার্চ ২০২৪/দুপুর ২:৫০