শান্তা ইসলাম,নেত্রকোনা প্রতিনিধি : জাতীয় ভোটার দিবস উপলক্ষে নেত্রকোনা জেলা নির্বাচন অফিসের উদ্যোগে গতকাল শনিবার সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নেত্রকোনা জেলা প্রশাসকের অফিস চত্বর হতে র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা নির্বাচন অফিসে এসে র্যালি শেষ হয়। পরে নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত ‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান, নেত্রকোনা পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার শিবলী সদিক, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল প্রমুখ।
কিউএনবি/অনিমা/০২ মার্চ ২০২৪/বিকাল ৩:২৫