জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার পানছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ সিদ্দিক হোসেন (৩৩) ও মো. ইমন হোসেন(২৪) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (২১ফেব্রুয়ারি) সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি থানার উপ- পরিদর্শক (এসআই)সুমন চন্দ্র হাওলাদার সঙ্গীয় ফোর্সসহ পানছড়ি থানা এলাকার ৪ নং ওয়ার্ডস্থ যৌথ খামার মারমা পাড়া গামী তিন রাস্তার মোড়ে আসামীদের তল্লাসী করে তাদের নিকট হইতে ১কেজি গাঁজা সহ সিদ্দিক হোসেন (৩৩) ও মো. ইমন হোসেন(২৪) দুই জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী- সিদ্দিক হোসেন (৩৩), ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাঁশবাজার এলাকার বাসিন্দা মো. ইদ্রিস মিয়ার ছেলে।মো. ইমন হোসেন(২৪),কুমিল্লা জেলার তিতাস উপজেলার মাছুমপুর, কলাকান্দি (উত্তর পাড়ার সফর আলীর ছেলে।বর্ণিত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিধি মোতাবেক অত্র থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রহিয়াছে। উল্লেখ্য যে, উক্ত ২নং আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে আরো ০২ (দুই) টি মামলা বিচারাধীন রহিয়াছে।
কিউএনবি/অনিমা/২২ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১০:২৬