বিনোদন ডেস্ক : তবে সকল জল্পনা কল্পনাই সত্য হলো। অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তুমুল জনপ্রিয় এই তরুণ। সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন ফারাজ করিম চৌধুরীর পারিবারিক সূত্র। জানা গেছে, রংপুরের একটি সাধারণ (শিক্ষিত) পরিবারের তরুণীকে বিয়ে করতে যাচ্ছেন ফারাজ করিম চৌধুরী। বিয়ের তারিখ চূড়ান্ত না হলেও শিগগিরই দেয়া হবে আনুষ্ঠানিক ঘোষণা।
দেশজুড়ে বিভিন্ন দুর্যোগকালীন মুহূর্তে মানুষের পাশে দাঁড়িয়ে আস্থা অর্জন করেছেন ফারাজ করিম চৌধুরী। ফেসবুকেও রয়েছে তার লাখ লাখ ফ্যান ফলোয়ার। তাই ফারাজের বিয়ের গুঞ্জন নিয়ে এখন আগ্রহ তুঙ্গে। কদিন আগেই তার একটি বিয়ের কার্ড ও কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
এতে ফারাজের বিয়ে নিয়ে সাধারণ মানুষের কৌতুহল আরও বেড়ে যায়। এরপর থেকে নেট দুনিয়ায় তার বিয়ের গুঞ্জন রটে। জানা যায়, তার বিয়ের মূল কার্যক্রম হবে ইসলামিক নিয়ম অনুযায়ী শরীয়া ভিত্তিক। যা সম্পন্ন হবে কোন এক মসজিদে। এতে তার পরিবারের সদস্যরা ছাড়াও ইমাম, মুয়াজ্জিন, আলেমগণ উপস্থিত থাকবেন। বিয়ে প্রসঙ্গে ফারাজ করিম চৌধুরী জানান, বাগানে ফুল ফুটলে আর আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পাবেন। এটাই স্বাভাবিক।
চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান ফারাজ করিম চৌধুরী। চারপাশের নানা রকম অনিয়মের বিপরীতে অবিরাম ছুটে চলেছেন এই স্বপ্নবাজ তরুণ। একের পর এক ব্যতিক্রমী কর্মকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরে গোটা দেশেজুড়ে অর্জন করেছেন তুমুল জনপ্রিয়তা।
কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৪:৩০