স্পোর্টস ডেস্ক : ১৯৮৬ সালে সেন্ট জনসে দাঁড়িয়ে ভিভ রিচার্ডস ইংল্যান্ডের বিপক্ষে ৫৬ বলে সেঞ্চুরি করেছিলেন। সেটিই টেস্ট ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড হয়। এরপরে ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে একই রেকর্ডে নাম লেখান মিসবাহ-উল-হক।
তবে সবাইকে ছাড়িয়ে ২০১৬ সালের আজকের এই দিনে (২০ ফেব্রুয়ারি) নতুন রেকর্ড গড়েছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের বিদায়ী টেস্ট খেলতে নেমে তিনি ৫৪ বলে সেঞ্চুরি করেন। তার এই ইনিংসে ১৬টি চার ও ৪টি ছয়ের মার ছিল। শেষ পর্যন্ত তিনি ৭৯ বলে ১৪৫ রান করেছিলেন। তবে এই ম্যাচটিতে তিনি জয়ের স্বাদ নিতে পারেননি।
কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৪:২৮