জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধ মাদক দ্রব্য ২৪ ক্যান ভারতীয় বিয়ার সহ উগ্যজাই মারমা (২৯) কে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি)রাত সাড়ে ১২টার দিকে মাটিরাঙ্গা থানার চৌকস পুলিশ টিম মাটিরাঙ্গা থানাধীন মাটিরাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ড মাস্টারপাড়া এলাকা সোনালী চাকমা’র বাড়ীর উঠানে আসামী উগ্যজাই মারমা’র বসতঘরের সামনে অভিযান পরিচালনা করে ২৪ ক্যান ভারতীয় বিয়ার সহ আসামী উগ্যজাই মারমা (২৯) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী -উগ্যজাই মারমা (২৯) মাটিরাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা আরে মারমা,র ছেলে।খ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে।
কিউএনবি/অনিমা/২০ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:২০