বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদ মাধ্যম শর্মিলা শো’তে জয়া বলেন তার দুঃখের কথা। তার জীবনে বড় দুঃখ কী জানতে চাইলে তিনি বলেন, তার বাবা মারা যাওয়া জীবনের বড় দুঃখ। অভিনেত্রী জানান, তার চেহারা হুবহু বাবার মতো। হাসিটাও ঠিক অবিকল বাবার। বাবার মতোই রাগী তিনি।
এপার বাংলা ওপার বাংলার পরিচালকদের দারুন প্রসংশা করলেন জয়া। তাদের জন্যই তিনি জয়া হতে পেরেছেন। চরিত্রগুলোর ব্যাখ্যা-বিশ্লেষণ করার সুযোগটাও পেয়েছেন। কলকাতার অভিনেত্রীরা বাংলাদেশে এলে একটা চাপা অভিমান নিয়ে ফিরে যান এমন প্রশ্ন ছুড়ে দেন উপস্থাপিকা, এই কথা জয়া মানতে একদমই নারাজ। তিনি যুক্তি দিয়ে বলেন, এমনটা হওয়ার কথা নয়। সম্প্রতি স্বস্তিকা মুখার্জি এসেছিলেন বাংলাদেশে, তাকে বলতে শোনা গেছে তিনি লাগেজ লাগেজ ভালোবাসা নিয়ে ফিরেছেন। ভালোবাসা ছাড়া অন্তত বাংলাদেশ থেকে ফেরার সুযোগ নেই।
জয়ার জীবনে প্রেম তালিকা তৈরি হলে ধারাবাহিকভাবে কাকে কাকে রাখা হবে? এই প্রশ্নে জয়া মুচকি হেসে বলেন, ‘এই তালিকা আমি কেন মিডিয়ার সামনে বলব? তবে তোমার কানে কানে আমি সব বলে দেব।’গত বছর কৌশিক গাঙ্গুলির পরিচালনায় ‘অর্ধাঙ্গিনী’ এবং সৃজিত মুখার্জির সিনেমা ‘দশম অবতার’ করে দারুণ আলোচনায় থাকা জয়া নতুন বছর নিয়ে এলেন ‘ভূতপরী’। আর বাংলাদেশে ‘পেয়ারার সুবাস’। দুটি সিনেমায় মুক্তি পেয়েছে ৯ ফেব্রুয়ারি।
কিউএনবি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:৩০