ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জাপার মুখপাত্র ও পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠেয় জাতীয় পার্টির কেন্দ্রীয় বর্ধিত সভায় সভাপতিত্ব করবেন পার্টির চেয়ারম্যান ও সাবেক বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ।
এতে আর বলা হয়, সকাল ১০টায় শুরু হবে সভার কার্যক্রম। পার্টির সব সদস্য ও নেতাদের যথাসময় সভায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনূর রশিদ।
কিউএনবি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:১৯