জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে সাজ্জাদুর রহমান আশিক (২১) ও মো. জুয়েল (২২)কে অবৈধ মাদকদ্রব্য বিদেশী মদ সহ গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (৭ফেব্রুয়ারি)দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মানিকছড়ি থানা পুলিশের এসআই(নিঃ) মো.আশিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালীন মানিকছড়ি থানাধীন যোগ্যাছোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গরমছড়ি খাগড়াছড়ি টু চট্টগ্রামগামী আঞ্চলিক মহাসড়কের পূর্ব পাশে পাকা রাস্তার উপর হইতে আসামী সাজ্জাদুর রহমান আশিক(২১) ও মো. জুয়েল (২২) কে তল্লাশী চালিয়ে তাদের নিকট হইতে ১৬ বোতল বিদেশী মদ সহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী -সাজ্জাদুর রহমান আশিক(২১) পিতা-মাহবুবুর রহমান, জুয়েল (২২), পিতা-মৃত মো. হাবিব উভয় চট্রগ্রাম জেলার বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বানীগ্রাম এলাকার বাসিন্দা। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন । গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে।
কিউএনবি/অনিমা/০৭ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৭:০৫