আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিন নিয়ে বিতর্কিত মন্তব্য করায় পদ হারালেন কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ার প্রাদেশিক সরকারের শিক্ষামন্ত্রী সেলিনা রবিনসন। সোমবার তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। খবরে বলা হয়, সেলিনা রবিনসন গত সপ্তাহে এক অনুষ্ঠানে বলেছিলেন, আধুনিক ইসরায়েল খুবই বাজে একটি ভূখণ্ডের ওপর প্রতিষ্ঠিত হয়েছে। ইহুদি ধর্মাবলম্বী সেলিনার এমন মন্তব্যে কানাডার ফিলিস্তিনপন্থিদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়।
এদিকে এক বিবৃতিতে ব্রিটিশ কলাম্বিয়ার মুখ্যমন্ত্রী ডেভিড ইবি বলেছেন, ‘আমি সেলিনা রবিনসনের সঙ্গে বৈঠক করেছি। তিনি স্বীকার করেছেন যে তার ওই মন্তব্য ভুল ছিল এবং তিনি এজন্য অনুতপ্ত।’জানা যায়, সেলিনা পদত্যাগ করলেও প্রাদেশিক আইনসভায় তার সদস্যপদ বহাল থাকবে।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের আন্তঃসীমান্ত আক্রমণের পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে। হামাসের ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ জন ইসরায়েলি ও বিদেশী নাগরিক নিহত হয়। পরবর্তীতে ইসরায়েলি বাহিনী এখনো পর্যন্ত প্রায় ২৭ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। তাদের এ নৃশংস হত্যাকাণ্ড এখনো চলমান রয়েছে।
কিউএনবি/আয়শা/০৬ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:১৮