স্পোর্টস ডেস্ক : ব্লুমফন্টেইনে সোমবার (২২ জানুয়ারি) ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২ টায়। এবারের দলটাকে নিয়ে প্রত্যাশাটা একটু বেশি। গত মাসে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে এশিয়া কাপ জিতেছে যুবাদের এ দলটা। বড় স্বপ্ন নিয়েই দক্ষিণ আফ্রিকার মাটিতে পা রেখেছিল মারুফ-শিবলিরা। তবে শুরুটা ভালো হয়নি যুবাদের। আসরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হেরেছে মাহফুজুর রহমান রাব্বির দল। তাতে গ্রুপ ‘এ’ থেকে সুপার সিক্স নিশ্চিতের পথে তাদের অবস্থাটা এখন বাঁচা-মরার।
যদিও টিকে থাকার মিশনে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষকে পাচ্ছে ২০২০’র চ্যাম্পিয়নরা। পরের রাউন্ডে যাওয়া এবং সুপার সিক্সে বোনাস পয়েন্ট যোগের জন্য হারাতে হবে আইরিশদের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকলেও এবারের বিশ্বকাপ মিশন জয় দিয়েই শুরু করেছে আইরিশরা। সেই আয়ারল্যান্ডকে হারিয়ে প্রথম জয় খুঁজে নেয়ার বিকল্প নেই বাংলাদেশের সামনে।
তবে হারলেও অবশ্য সুযোগ থাকবে পরের রাউন্ডে ওঠার। কিন্তু সুপার সিক্সে গ্রুপপর্বের পয়েন্ট যোগ করার নতুন নিয়মে আয়ারল্যান্ডকে না হারিয়ে শেষ চার পৌঁছানোটা হবে অনেকটাই কঠিন। এশিয়া কাপ জয়ের পর প্রত্যাশার ভার আর দক্ষিণ আফ্রিকায় যুবাদের অতীত স্মৃতি, সব মিলিয়ে রাব্বিদের জন্য আইরিশ পরীক্ষাটা এখন অনেকটাই বাঁচা-মরার লড়াই।
বাংলাদেশ একাদশ: আশিকুর রহমান শিবলি, আদিল বিন সিদ্দিক, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, মোহাম্মদ শিহাব জেমস, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), শেখ পারভেজ জীবন, মোহাম্মদ রাফিউজ্জামান রাফি, রহানাত বর্ষণ ও মারুফ মৃধা।
আয়ারল্যান্ড একাদশ: জর্ডান নেইল, রায়ান হান্টার, গ্যাভিন রলস্টোন, কিয়ান হিল্টন, ফিলিপাস রু (অধিনায়ক), স্কট ম্যাকবেথ, জন নেকনেলি, কার্সন ম্যাককুলো, ওলিভার রিলি, রিউবেন উইলসন ও ম্যাথু ওয়েলডন।
কিউএনবি/আয়শা/২২ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:০০