স্পোর্টস ডেস্ক : মিডলসবোরের কাছে হারের শোক কাটিয়ে জয়ের ধারায় ফিরেছে চেলসি। ইংলিশ লিগ কাপে সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে মিডলসবোরোর কাছে অপ্রত্যাশিতভাবে হেরে যায় ব্লুজরা। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরতেই জয়ও পেয়েছে মাউরিসিও পচেত্তিনোর দল। স্টামফোর্ড ব্রিজে নিজ মাঠে তারা ১-০ গোলে হারিয়েছে পশ্চিত লন্ডনের প্রতিবেশী ফুলহামকে।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে করা কোল পালমারের গোলটিই গড়ে দেয় চেলসি ও ফুলহাম ম্যাচের ভাগ্য। পেনাল্টি থেকে বল জালে জড়িয়েছেন তিনি। ম্যানচেস্টার সিটি থেকে চেলসিতে পাড়ি জমানোর পর লিগে এটা নবম গোল পালমারের। ইংলিশ প্রিমিয়ার লিগে এ নিয়ে টানা তৃতীয় ম্যাচ জিতল চেলসি।
মিডলসবোরোর বিপক্ষে অনেক সুযোগ নষ্ট করেছিলেন পালমার। সেই তাঁর গোলেই এবার জয় নিয়ে ফিরল চেলসি। ফুলহামের বিপক্ষে জয়ের পর পালমার বলছিলেন,‘ অন্য সবার মতো অনেক সুযোগ নষ্ট করায় ওই ম্যাচের পর আমিও মর্মাহত ছিলাম। ওটা পেছনে ফেলে আমি গোলও করলাম। এ জয়ে দুই ধাপ এগিয়ে আটে উঠে এসেছে চেলসি।
মাউরিসিও পচেত্তিনোর দলের পেছনে পড়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেড ও নিউক্যাসল। এই দুই দলই অবশ্য ম্যাচ খেলেছে একটি কম। ২১ ম্যাচে চেলসির অর্জন ৩১ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্টও তাদের সমান ৩১। তবে গোল পার্থক্যে পিছিয়ে রেড ডেভিলরা। আর ২০ ম্যাচে নিউক্যাসলের পয়েন্ট ২৯। অন্যদিকে ২৪ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে ফুলহাম। ঘরের বাইরে লিগে এ নিয়ে টানা পাঁচ ম্যাচ হারল ফুলহাম। ইএসিপিএন
কিউএনবি/আয়শা/১৩ জানুয়ারী ২০২৪,/রাত ১০:৩৪