স্পোর্টস ডেস্ক : রোববার (৭ জানুয়ারি) আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এক বছরের বেশি সময় পর এই সিরিজ দিয়ে টি-টোয়েন্টি দলে ফিরলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও সাবেক অধিনায়ক বিরাট কোহলি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়ার পর এই প্রথম ভারতের হয়ে টি-টোয়েন্টিতে ডাক পেলেন রোহিত-কোহলি।
অধিনায়ক হিসেবেই এই সিরিজে দলে আছেন রোহিত। জুনের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সবশেষ এই সিরিজে ইনজুরির কারণে খেলা হচ্ছে না সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়ার। রোহিত-কোহলিকে ফিরিয়ে একটা বার্তাই যেন দিলেন নির্বাচকরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এই দুজনকে ভালোভাবেই পরিকল্পনায় রেখেছেন তারা। দল ঘোষণার আগে নতুন বছরের শুরুতে কেপ টাউনে উড়ে গিয়েছিলেন ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার। সেখানে টেস্ট ম্যাচের ফাঁকে এই দুই তারকার সঙ্গে কথা বলেছেন আগারকার।
আফগানিস্তান সিরিজে ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, যশস্বী জয়সাওয়াল, বিরাট কোহলি, তিলক ভার্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিভাম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণয়ী, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, আভেশ খান ও মুকেশ কুমার।
কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৪,/রাত ১০:২৫