ডেস্ক নিউজ : এ জেলায় মোট ভোটার ১৬ লাখ ৫১ হাজার ৬৯৩জন। চারটি আসনে দলীয় ও স্বতন্ত্র মিলে মোট প্রার্থী ২১ জন। নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক কেবলমাত্র নির্বাচনের দিন সকালে সব কেন্দ্রে পাঠানো হবে ব্যালট পেপার।
শনিবার (০৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে জেলার স্ব স্ব উপজেলা থেকে প্রতিটি নির্বাচনী কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। এসময় প্রত্যেক কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সরঞ্জামগুলো বুঝে নিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন।
কিউএনবি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:২৮