আন্তর্জাতিক ডেস্ক : ২০২৩ সালের লক্ষ্য অর্জনের পর এবার ২০২৪ সালও হবে তুরস্কের নির্ধারিত লক্ষ্য অর্জনের আরেক ধাপ। নববর্ষের শুভেচ্ছাবার্তায় এ কথা বলেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। খবর ডেইলি সাবাহর।
এরদোগান বলেন, আমাদের লক্ষ্য হবে শোষকের কবল থেকে শোষিতকে রক্ষা করা, যারা নিজেদের স্বার্থসিদ্ধি ও নিরাপত্তার জন্য অন্যের ওপর জুলুম ও নির্যাতন চালিয়ে যাচ্ছে।
নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এরদোগান আরও বলেন, একটা তিক্ত অভিজ্ঞতা নিয়ে তুরস্ক নতুন বছর শুরু করতে যাচ্ছে। সম্প্রতি পিকেকে সন্ত্রাসীদের হাতে তুরস্কের কয়েকজন সেনার মৃত্যু হয়েছে।
এ সময় ইউক্রেন যুদ্ধের ব্যাপারেও মন্তব্য করেন এরদোগান। হামাস ইসরাইলে যুক্তরাষ্ট্রের সমর্থনের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, বিশ্বের তথাকথিত গণতান্ত্রিক আর উদারবাদী রাষ্ট্রগুলো সন্ত্রাসীদের হত্যাকাণ্ডকে নিয়মিতভাবে সমর্থন দিয়ে যাচ্ছে।
বক্তব্যের শেষ পর্যায়ে এরদোগান বলেন, বিশ্বের এসব সংঘাত বন্ধে তুরস্ককে এগিয়ে আসতে হবে। এজন্য তুরস্কবাসীর সহায়তা কামনা করেন তিনি।
কিউএনবি/আয়শা/৩১ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:০০