রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন

প্রথমবার সিরিজ সেরা হয়ে যা বললেন শরিফুল

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ৯১ Time View

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে প্রথমবারের মতো সিরিজ সেরা হলেন তরুণ তারকা পেসার শরিফুল ইসলাম। নিউজিল্যান্ডে এবারের সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সবমিলে ৯.৪ ওভারে মাত্র ৫৯ রান খরচায় ৬ উইকেট শিকার করেন শরিফুল।

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে ৪ ওভারে মাত্র ২৬ রানে ৩ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিংলাইন আপ ভেঙে দেন শরিফুল। বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া দ্বিতীয় ম্যাচে ২ ওভারে ১৬ রানে ১ উইকেট নেন তরুণ এই পেসার। রোববার সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ১১০ রানে অলআউট হয়ে ডিএলমেথডে ১৭ রানে হেরে যায়। দলের পরাজয়ের ম্যাচে ৩.৪ ওভারে ১৭ রানে ২ উইকেট শিকার করেন শরিফুল। 

বাংলাদেশ দলের হয়ে ৯টি টেস্ট, ৩৩টি ওয়ানডে আর ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা শরিফুল এই প্রথম সিরিজ সেরার পুরস্কার জিতলেন। সিরিজ সেরা হওয়ার পর নিজের অফিসিয়াল ফেসবুকে ২২ বছর বয়সি এই তরুণ লেখেন- ‘আলহামদুলিল্লাহ। প্রথমবারের মতো সিরিজ সেরা। আল্লাহর কাছে শুকরিয়া এত সুন্দর একটা বছর দেওয়ার জন্য। আগামী বছর আরো সুন্দর হোক, সবাই দোয়া করবেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’

 

 

কিউএনবি/আয়শা/৩১ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit