শার্শা(যশোর)সংবাদদাতা : বিএনপি’র ডাকা অবৈধ্য ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়ে তুলতে যশোরের শার্শা উপজেলার বিএনপি’ নেতৃত্বে তৃতীয় দিনের মত শার্শা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান জহিরের নেতৃত্বে লিফলেট বিতরন কেেছন। খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এর নির্দেশনায় বৃহস্পতিবার বিকালে শার্শা উপজেলার গাতিপাড়া বাজার ও গাতিপাড়া মোড় সহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরন করা হয়েছে।
এ সময় শার্শা উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আবুল হাসান জহিরের সাথে শার্শা উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম মনি, আব্দুর রউফ মন্টু, আব্দুল অহেদ,আব্দুল কাদেও খান, মোঃ সরোয়ার হোসেন, সফিকুল ইসলাম, মোঃ দারদিস ইসলাম, মোঃ ফজলুর রহমান, আব্দুল খালেক, ইয়ার আহম্মেদ, মোঃ জাহাঙ্গির হোসেন, ওলিয়ার রহমান, জুলফিকার আলী জুলু, মোঃ সুন্নোত হোসেন, হামজের আলী, শার্শা উপজেলা সেচ্ছাসেবকদলের মোঃ মকলেছুর রহমান, নাভারন ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক সাজেদুর রহমান সাজু শার্শা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন, সহ বিএনপি, ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা লিফলেট বিতরনে অংশনেন।
এ ব্যাপারে জানতে চাইলে শার্শা উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আবুল হাসান জহির বলেন খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এর নির্দেশনায় শার্শা উপজেলার বড় বড় বাজার গুলোতে গত তিন দিন ধরে শার্শা উপজেলার বিভিন্ন বাজার গুলোতে বিএনপি নেতা কর্মিদেও সাথে নিয়ে লিফলেট বিতরন করা হয়েছে বলে জানান। তিনি বলেন, রাষ্ট্রিয় ভাবে সন্ত্রাস করে , একটি হাসি তামাশার নির্বাচন করে শেখ হাসিনা সরকার আবারো ক্ষমতার লোভে হুসহারা হয়ে পড়েছে।
যে কারনে দেশের জনগনকে বোকা বানিয়ে একটি ডামি নির্বাচনের নাটক করতে যাচ্ছে। যা এ দেশের দেশ প্রেমিক জনগন কখনও হতে দেবে না। তিনি বলেন বিএনপিসহ বিরোধীদলের নেতা কর্মিদেরকে জেলে ভরে, ভুয়া মামলায় সাজা দিয়ে ফাঁকা মাঠে এক দলীয় যে নির্বাচন করতে যাচ্ছে তা সফল হবে না। হাসান জহির সরকার পতনের এক দফা আন্দোলনকে বেগকান করতে সকল ভেদাভেদ ভুলে তৃনমুল নেতা কর্মিকে এক হয়ে ঐক্য বদ্ধ ভাবে রাজপথে নামার আহবান জানান।
কিউএনবি/আয়শা/২৮ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:২৪