তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা- ১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনকে স্মার্ট ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে দল-মত নির্বিশেষে লাঙ্গল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ওই আসন থেকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী, সাবেক এমপি গোলাম রব্বানী।
কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করার সময় মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। অপরদিকে দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়ন, পৌরসভা, চন্ডিগড় ও বিরিশিরি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের সাথে নির্বাচনী মতবিনিময় করেন। এ সময় উপজেলা জাতীয় পার্টির সভাপতি ফেরদৌস আলম খান, সাধারণ সম্পাদক সাইদুল হক, উপজেলা কমিটির নেতা মো. নজরুল ইসলাম, সাংবাদিক রিপন মিয়া উপস্থিত ছিলেন।
গোলাম রব্বানী বলেন, অবহেলিত এই জনপদে আমি এমপি থাকাকালীন সময়ে বিদ্যুৎ সংযোগ থেকে শুরু করে রাস্তা ঘাটের ব্যপক উন্নয়ন হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মো. এরশাদ সারাদেশের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করে এক রোল মডেল স্থাপন করেছিলেন। সেই কথা মনে রেখে সকলকে লাঙ্গল মার্কায় ভোট দেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
দেশ আজ অনেকদুর এগিয়ে গেছে, রাস্তা-ঘাট সহ অত্র এলাকায় আরো উন্নয়ন করতে হবে। দেশকে সামনে এগিয়ে নিতে, দলের কর্মীদের মুল্যায়ন করতে হবে, দলমত নির্বিশেষে, সকল দ্বিধাদন্দ ভুলে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীকে বিজয়ী করে তুলি।
তোবারক হোসেন খোকন
কিউএনবি/আয়শা/২৬ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৫:৫৪